অভ্র কীবোর্ড ৫ – ব্যবহারের নির্দেশিকা
অভ্র কীবোর্ড ৫ – ব্যবহারের নির্দেশিকা
তৃতীয় সংস্করণ: ১ জানুয়ারি ২০১১
দ্বিতীয় সংস্করণ: ২৬ মার্চ ২০০৭
পরিমার্জিত প্রথম সংস্করণ: ২০ ফেব্রুয়ারি ২০০৬
প্রথম সংস্করণ: ৯ ফেব্রুয়ারি ২০০৬
OmicronLab
🌐 www.omicronlab.com
শুরু করার আগে...
অভ্র কীবোর্ড সফটওয়্যারটি Windows 2000, XP, 2003, Vista, 7 এবং পরবর্তী Windows অপারেটিং সিস্টেমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
Windows 2000, XP এবং 2003 অপারেটিং সিস্টেমে বাংলা দেখানোর জন্য প্রয়োজনীয় সবকিছু অভ্র কীবোর্ড ইন্সটলের সময় নিজেই ঠিকভাবে সেটআপ করে নিতে পারে। তবে আপনি যদি অভ্র ইন্সটলের সময় Install Bangla language/complex script support অপশনটি কোন কারণে বাদ দিয়ে থাকেন, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে নিশ্চিত হয়ে নিন যে আপনার সিস্টেমটি সঠিকভাবে কনফিগার করা আছে।
💻 Windows Vista/7 এবং পরবর্তী সিস্টেমে:
এগুলোতে বাংলা ব্যবহারের জন্য আলাদা কোনো কনফিগারেশনের প্রয়োজন নেই।
💻 Windows XP এবং Windows 2003 এর জন্য:
১) Control Panel এ যান
২) Regional and Language Options খুলুন
৩) Language ট্যাবে গিয়ে
✅ Install files for complex script and right-to-left languages (including Thai) সিলেক্ট করুন
৪) OK বাটনে ক্লিক করুন
💻 Windows 2000 এর জন্য:
১) Control Panel এ যান
২) Regional Options খুলুন
৩) General ট্যাবে Language settings for the system অংশে যান
৪) তালিকা থেকে ✅ Indic নির্বাচন করুন
৫) OK বাটনে ক্লিক করুন
🌐 ওয়েব ব্রাউজার কনফিগারেশন
বিভিন্ন ওয়েব ব্রাউজারে বাংলা সঠিকভাবে দেখানোর জন্য নিচের লিংকগুলো অনুসরণ করুন:
-
Internet Explorer: http://www.omicronlab.com/go.php?id=16
❓ সহায়তা ও প্রশ্ন
আপনার কোনো প্রশ্নের উত্তর এখানে না পেলে OmicronLab ফোরামে পরামর্শ চাইতে পারেন:
👉 http://www.omicronlab.com/forum
এই ব্লগ পোস্টটি অভ্র কীবোর্ড ব্যবহারকারীদের জন্য প্রাথমিক সহায়িকা হিসেবে পুনরায় উপস্থাপন করা হলো, যাতে পুরাতন ইউজাররাও এর উপকার পান।
📌 টিপ: অভ্র কীবোর্ড এখন Windows 10 ও 11 এর সাথেও খুব সুন্দরভাবে চলে।
but bhaiya eta kibhabe install korbo? amar jonno konta bhalo hobe?
ReplyDelete